গাছে পানি দেওয়া পাত্রের দাম

গাছে পানি দেওয়া পাত্রের দাম 2025

গাছপালা সুস্থ এবং সতেজ রাখার জন্য নিয়মিত পরিচর্যা করা গুরুত্বপূর্ণ। আর গাছের প্রাণ বাচাতে নিয়ম অনুযায়ী পর্যন্ত পরিমাণ পানি দেওয়া অপরিহার্য। আপনার শখের ছাদবাগান, ফুলবাগান, বারান্দা কিংবা ঘরের ভিতরের টবে পানি দেওয়ার জন্য প্রয়োজন নির্দিষ্ট একটি পানি দেওয়ার পাত্র।

এই আর্টিকেলে আলোচনা করবো কয়েকটি আকারের সুন্দর এবং মানানসই গাছে পানি দেওয়া পাত্রের দাম সম্পর্কে। যেখান থেকে আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পাত্রের দাম জেনে নিতে পারবেন।

গাছে পানি দেওয়া পাত্রের দাম

গাছে পানি দেওয়া পাত্র বা ঝাঁঝরি এর দাম মুলত আকার এবং ডিজাইন অনুযায়ী হয়ে থাকে। আপনার বাগান এবং টবের আকার অনুযায়ী জল দেওয়া ঝাঁঝরি বা পাত্র নির্বাচন করতে হবে। নিচে কয়েকটি পাত্রের দাম এবং ছবিসহ বিস্তারিত দেওয়া হলো।

ছোট স্প্রে ক্যাপ

ছোট স্প্রে ক্যাপ
ছোট স্প্রে ক্যাপ

খুব সুন্দর এই পানি দেওয়ায় যন্ত্রটি দরাজে পেয়ে যাবেন খুব অল্প টাকায়। যেটি প্লাস্টিকের তৈরি এবং এটি যে কোন ১ লিটার অথবা ২ লিটার পানির বোতলের মুখে লাগিয়ে ব্যবহার করা যায়। এটি ব্যবহার করে ছাদবাগানের ছোট ফুলের টবগুলোতে খুব সহজে পানি দেওয়া যায়। একটি অংশ দ্বারা স্প্রে আকারে পানি ছিটানো যায় এবং অন্য অংশ ব্যবহার করে গাছের গোঁড়ায় নল আকারে পানি ছিটানো যায়।

এটির দাম: ৬০ টাকার মত
কিনুন

২ লিটার প্রেসার স্প্রে বোতল

প্রেসার স্প্রে

এটি দিয়ে সবজি অথবা ফুল গাছে পানি স্প্রে করা যায়। এটি দিয়ে গাছে ঔষধ বা কীটনাশক ছিটানোর কাজ করা যায়। তাছাড়া গাড়ি অথবা বাইক ক্লিন করার কাজেও ব্যবহার করতে পারেন সুন্দর এই প্রেসার স্প্রেটি।

দারাজে এটির দাম ৩০০ টাকার আশেপাশে
কিনুন

আরএফএল ৬ লিটার পট

আরএফএল ৬ লিটার পট
পানি দেওয়ার পাত্র

আপনার সবজি/ফুলবাগান যদি মাঝারি অথবা বড় আকারের হয়ে থাকে অথবা টব যদি অনেকগুলো থাকে তাহলে সহজে পানি সেচ দেওয়ার জন্য নিয়ে নিতে পারেন আরএফএলের ৬ লিটারের এই সেচ দেওয়ার পাত্রটি।

এটি আপনার নিকটস্থ প্লাস্টিকের দোকানে কিনতে পাওয়া যায়। যার দাম ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে।
দারাজে কিনুন

শেষ কথা
আজকের আর্টিকেলে আপনার ছাদবাগান কিংবা ফুলবাগানে পানি দেওয়ার জন্য মানানসই কয়েকটি পাত্রের দাম তুলে ধরা হয়েছে। এগুলো আপনার নিকটস্থ নার্সারি অথবা প্লাস্টিকের দোকান থেকে কিনে নিতে পারবেন। তাছাড়া অনলাইনের মাধ্যমেও অর্ডার করে কিনে নিতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *