দেখে নিন 1000 টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল ঘড়ি
কম দামের মধ্যে একটি মোবাইল ঘড়ি বা স্মার্টওয়াচ কিনতে চাচ্ছেন? আপনার বাজেট যদি হয় ১ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের ফিচার সম্বলিত একটি স্মার্টওয়াচ কিনতে চান চান, তাহলে এই আর্টিকেলটি আপনার উপকারে আসতে পারে। এই আর্টিকেলে তুলে ধরা হবে বর্তমান সময়ের জনপ্রিয় কিছু ১০০০ টাকার মোবাইল ঘড়ি সম্পর্কে।
২০২৫ সালে এসে হাতঘড়ি এখন আর শুধুমাত্র সময় দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির ছোয়ায় এনালগ ঘড়ি বদলে হয়ে গেছে স্মার্ট ঘড়ি। কল করা, ম্যাসেজ দেখা, ছবি তোলা মোবাইলের মতো অনেক ফিচার এখন স্মার্টওয়াচে পাওয়া যায়।
সাধারণত ২ থেকে ৫ হাজার টাকা কিংবা তার বেশি দামের ভালো ব্রান্ডের মোবাইল ঘড়িগুলো টেকসই এবং উন্নত ফিচার সম্বলিত হয়ে থাকে। তবে ১ হাজার টাকার আশেপাশে বর্তমান সময়ে অনেকগুলো মডেলের মোবাইল ঘড়ি অফলাইন/অনলাইন শপে কিনতে পাওয়া যায়। যদিও এগুলোর ফিচার খুব একটা বেশি না এবং দীর্ঘদিন ধরে ব্যবহারের জন্য মানানসই নয়।
এক হাজার টাকার আশেপাশে একটি মোবাইল ঘড়ি কিনতে হলে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে যাচাই-বাছাই করে কিনতে হবে। ঘড়িগুলোর ফিচার এবং স্থায়িত্ব ইত্যাদি ব্যাবহারকারীর রিভিউ দেখে যাচাই করে নিতে হবে।
1000 টাকার মোবাইল ঘড়ি
বর্তমান সময়ে দারাজ অনলাইন শপে ১০০০ টাকার আশেপাশে সর্বাধিক বিক্রিত এবং ইউজার ফিডব্যাক অনুযায়ী সেরা ৫ টি মোবাইল ঘড়ির বিস্তারিত দেওয়া হলো। সাথে দারাজ থেকে কেনার লিংক।
মডেল | দাম |
T-900 Smart Watch | ৬০০ টাকা |
T800 Ultra Smartwatch | ৭০০ টাকা |
Y80 Ultra Smartwatch | ১০০০ টাকা |
S10 Max Laxasfit Smart Watch | ১১০০ টাকা |
C005 SIM Supported Kids Smart Watch | ১১৫০ টাকা |
আরও দেখুন: 500 টাকার মধ্যে মোবাইল ঘড়ি
T-900 Smart Watch
দাম: ৬০০ টাকা
দারাজে ব্যাপক জনপ্রিয় এই মোবাইল ঘড়ির দাম ৬০০ টাকার আশেপাশে। এতে রয়েছে ২.১৯ ইঞ্চির একটি টাচ ডিসপ্লে। ব্লুটুথ ৫.৩ এর সাথে ফোনের কল, ম্যাসেজ, ইমেইল ইত্যাদির নোটিফিকেশন পাওয়া যাবে এই মোবাইল ঘড়িতে।
T800 Ultra Smartwatch
দাম: ৭০০ টাকা
১.৯৯ ইঞ্চি ডিসপ্লের এই মোবাইল ঘড়ির বর্তমান দাম ৭০০ টাকার আশেপাশে। রয়েছে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা।
Y80 Ultra Smartwatch
দাম: ১০০০ টাকা
২.০২ ইঞ্চি ডিসপ্লের স্মার্টওয়াচ টির দাম বর্তমানে ১ হাজার টাকার আশেপাশে
S10 Max Laxasfit Smart Watch
দাম: ১১০০ টাকা
Laxasfit ব্রান্ডের ২.২৯ ইঞ্চি ডিসপ্লের মোবাইল ঘড়িটির দারাজে এই মুহুর্তে দাম ১১০০ টাকা।
C005 SIM Supported Kids Smart Watch
দাম: ১১৫০ টাকা
১.৪৪ ইঞ্চির ছোট সাইজের ডিসপ্লের এই এন্ড্রয়েড ঘড়িটিতে থাকছে সিম সাপোর্ট। যার মাধ্যমে সহজে কল করা যাবে। দারাজে এই মোবাইল ঘড়িটির বর্তমান দাম ১১৫০ টাকা।
দারাজ কিংবা অন্যান্য অনলাইন শপ থেকে কেনাকাটার পূর্বে অবশ্যই ইউজারদের রেটিং এবং রিভিউ ভালোভাবে যাচাই-বাছাই করুন। যাতে করে খারাপ পন্য বা বিক্রেতার কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায়।
আশা করছি ১০০০ টাকার মধ্যে সেরা কয়েকটি মোবাইল ঘড়ি সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট অপশন থেকে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।