মশা মারার ব্যাট প্রাইস ইন বাংলাদেশ
এক সময় মশা মারতে ধূপ, কয়েল, মশারী কিংবা ধোঁয়ার উপরই নির্ভর করতে হতো। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় আজ হাতে এসেছে এক দুর্দান্ত সমাধান — মশা মারার ইলেকট্রিক ব্যাট। শুধু মারেই না, দেয় স্বস্তি ও নিশ্চিন্ত ঘুম।
তাই আজকের নিবন্ধে আমরা কথা বলব- মশা মারার ব্যাট এর দাম নিয়ে, কেননা বর্তমানে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের মশা মারার ইলেকট্রিক ব্যাট রয়েছে, যেগুলো দুর্দান্ত কার্যকরী।
মশা মারার ব্যাট – মশা মারা ব্যাটের দাম
মশা মারার ব্যাট এর দাম শুরু হয় সর্বনিম্ন ৫০০ টাকা থেকে, যদি সেটা হয় সাধারণ মডেলের। তবে ভালো মানের ব্র্যান্ডের মশা মারার ব্যাট নিলে সেক্ষেত্রে বাজেট হতে হবে ১৫০০ থেকে ২০০০ টাকা। অনেক অনেক মশা মারার ব্যাট রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে- walton, vision এবং RFL ব্র্যান্ডের ব্যাট গুলো। আর সেগুলোর কোনটার দাম কত হতে পারে নিচে দেখুন।
মশা মারার ব্যাট RFL
(RFL) mosquito killer bat

দাম: ৬৫০ টাকা
ছবিতে দেখানো রিচার্জেবল mosquito ব্যাটটির অরিজিনাল দাম ৬৫০ টাকা। যার ব্রান্ড নেম click/vision এবং মডেল Clk-MKB-001/002. তবে কখনো কখনো অফার প্রাইজে ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যেও সংগ্রহ করা যায়।
মশা মারার ব্যাট ওয়ালটন
বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটনের মশা মারার বেশ কিছু ব্যাট রয়েছে। এরমধ্যে অন্যতম WMB -01, WMBT -001 এই দুটি মডেল।
WMB- 01

দাম: ৭৮০ টাকা
WMBT-002

দাম: ৮০০ টাকা
অনেকেই প্রশ্ন করেন- মশা মারার ব্যাট কোনটা ভালো? এ প্রশ্নের উত্তরে বলা যায়- ব্র্যান্ডের মশা মারার ব্যাটগুলো সবচেয়ে ভালো। সেটা হতে পারে ওয়ালটন ব্র্যান্ডের অথবা ভিশন। আপনাকে শুধু অরিজিনাল প্রোডাক্ট কিনতে হবে। ইতোমধ্যে আমরা কয়েকটি মডেল সাজেস্ট করেছি, যেগুলো আপনি সরাসরি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবেন এমনকি নিকটস্থ দোকানে গিয়ে এই একই দামে সংগ্রহ করতে পারবেন। তবে হ্যাঁ, স্থান ভেদে এবং আনুষাঙ্গিক আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে মশা মারার ব্যাট এর দামে কিছুটা পার্থক্য আসতে পারে। আপনি যদি ওয়ালটন মশা মারার ব্যাট এর আরো কয়েকটি মডেলের দাম জানতে চান তাহলে উক্ত লিংকে ক্লিক করুন আর এখনই নির্বাচন করুন আপনার জন্য উপযুক্ত মশা মারার ইলেকট্রিক ব্যাট কোনটি সেটি।
মশা মারার ব্যাট ভিশন
Vision Mosquito Bat With Charging Cable

দাম: ৭৫০ টাকা
Vision বর্তমান সময়ে খুবই পরিচিত একটি ব্র্যান্ড। এমনকি আমাদের বাংলাদেশে ভীষণ ব্র্যান্ডের মশা মারার ব্যাট অনেক বেশি জনপ্রিয়। ছবিতে দেখানো এই ইলেকট্রিক ব্যাট টি আপনি চাইলে দারাজ থেকে কিনতে পারবেন এর জন্য আপনার টোটাল খরচ পড়বে ৭৫০ টাকা। তবে অফারপ্রাইজে লুফে নিতে পারলে সে ক্ষেত্রে ৫৪০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও ভিশন মশা মারার আরো কিছু ব্যাট এর দাম জানতে ক্লিক করুন এই লিংকে।
ভিগো মশা মারার ব্যাট এর দাম
Vigo(R.F.L) MKB-002 Mosquito Killing Bat

দাম: ৪৫০ টাকা
ভিগো মশা মারার বৈদ্যুতিক ব্যাটের দাম সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ দাম মোটামুটি ৫২০ পর্যন্ত পৌঁছায়। মশা মারার এই ব্যাটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর আউটপুট ২৫০০ ভোল্ট এবং ব্যাটারি ৬০০mAh রিচার্জেবল এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে এলইডি টর্চ এর সুব্যবস্থা। আপনি যদি এই মুহূর্তে ভিগো মশা মারার ব্যাট কিনতে চান সেক্ষেত্রে দারাজে অর্ডার করতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু ওয়েবসাইট থেকেও অর্ডার করা যেতে পারে। তবে অনলাইন থেকে প্রোডাক্ট কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন এবং রিভিউ ও রেটিং ভালোভাবে চেক করে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কিনুন।
সুপারস্টার মশা মারার ইলেকট্রিক ব্যাট এর দাম
সুপারস্টার (Super Star) ব্র্যান্ডের মশা মারার ইলেকট্রিক ব্যাট—সাধারণত ৫০০–৭০০ দামের রেঞ্জে পাওয়া যায়।
Super Star Premium Mosquito Bat

দাম: ৪৯৯ টাকা
বিশেষ দ্রষ্টব্য: আমাদের দাম কত টাকা ডট কম ওয়েবসাইট কোন ধরনের প্রডাক্ট অনলাইনে বিক্রি করে না। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ব্যবহার্য যেকোন পণ্যের সঠিক দাম সম্পর্কে অবগত করা। তাই অনলাইনে কোন প্রোডাক্ট কেনার আগে দাম জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
মশা মারার ব্যাটের বৈশিষ্ট্য: প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে। তাই ভালো মানের মশা মারার ব্যাটেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন–
- উৎসব ভোল্টেজ আউটপুট
- লং লাস্টিং ব্যাটারি
- টেকসই ও লাইট ওয়েট ডিজাইন
- ইউএসবি চার্জ এর সুবিধা সহ প্রভৃতি।
মশা মারার ব্যাট ব্যবহারের নিয়ম ও সর্তকতা: মশা মারার ব্যাটগুলো ব্যবহারের সময় সুইচ অন করতে হয়, আর এটি মশার দিকে তাক করে জাল বা গ্রীডে লাগানোর চেষ্টা করতে হয়। এতে করে মশা মারা যায় এবং গ্রিডে লাগলে শব্দ হয়। আর যেহেতু মশা মারার ব্যাট রিচার্জেবল তাই চার্জ শেষ হয়ে গেলে পুনরায় চার্জ দিতে হয়। আর হ্যাঁ, এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মাথায় রাখবেন। সেগুলো হলো–
- মশা মারার ব্যাট পানির সংস্পর্শে আনা থেকে বিরত থাকবেন
- শিশুদের নাগালের বাইরে রাখবেন
- সুইচ অন করা অবস্থায় জাল স্পর্শ করবেন না
- অতিরিক্ত পরিমাণে চার্জ দেবেন না এবং ব্যবহারের সময় চোখ মুখ থেকে দূরে রাখবেন
- চেষ্টা করবেন খুব বেশি ধুলাময়লা জমতে না দেওয়ার। অতএব ব্যাটটি নিয়মিত পরিষ্কার করবেন।
আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, মশা মারার ব্যাট এবং সেগুলোর দাম নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন আর প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।
