নেবুলাইজার মেশিনের দাম কত
|

নেবুলাইজার মেশিনের দাম কত জানুন

“শ্বাসকষ্ট বা হাঁপানির মতো রোগে ভোগা অনেকেই চিকিৎসার অংশ হিসেবে ‘নেবুলাইজার মেশিন’ নামক একটি যন্ত্রের সঙ্গে পরিচিত। চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা এই মেশিনটি বর্তমানে অনেক ঘরেই ব্যবহার হচ্ছে। তবে বাজারে এর দাম কেমন? অনেকেরই প্রশ্ন। 

তাই আজকের নিবন্ধে আমরা কথা বলব– নেবুলাইজার মেশিনের দাম কত, কোন মেশিনটি সবচেয়ে ভালো ও ব্যবহারের নিয়ম নিয়ে। তো পরবর্তী অংশটুকু পড়ুন। 

নেবুলাইজার মেশিনের দাম 

নেবুলাইজার মেশিন এর দাম সর্বনিম্ন ১০০০ টাকা থেকে ৩,৪ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মডেল, ব্র্যান্ড এবং গুণগত মানের ওপর নির্ভর করে এই প্রোডাক্ট এর মূল্য। 

তবে এটা বলতে পারি, যদি মোটামুটি ভালো মানের একটি নেবুলাইজার মেশিন কিনতে চান সেক্ষেত্রে আপনার বাজেট হতে হবে ১৫০০ থেকে ২৫০০ টাকা। নিচে বেশকিছু নেবুলাইজার মেশিন এর ছবি ও দাম সংযুক্ত করছি। 

Easy Compressor Nebulizer Machine

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ২৫০০ টাকা 

কেনার লিংক 

Philips Respironics Nebulizer Compressor System

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ৪,৭৫০ টাকা 

কেনার লিংক 

Getwell Compressor Nebulizer Machine

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ২৩০০ টাকা 

কেনার লিংক

NTI Automatic Nebulizer Machine

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ১৫৯৯ টাকা 

কেনার লিংক

Leven Compressor Nebulizer Machine

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ২২০০ টাকা 

কেনার লিংক

Omron NE-C28 CompAir Compressor Nebulizer

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ৪,২৫০ টাকা 

কেনার লিংক 

মনে রাখবেন, উল্লেখিত নেবুলাইজার মেশিনগুলোর দাম সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। এমনকি কখনো কখনো ডিসকাউন্ট প্রাইজে ২৫০ থেকে ৩৫০ টাকা কমেও পেতে পারেন। তবে অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো কেনার সময় সতর্ক থাকবেন এবং বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কিনবেন। চেষ্টা করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করার। আর যদি এমন সুযোগ না থাকে সেক্ষেত্রে রিভিউ ও রেটিং ভালোভাবে চেক করবেন। 

মিনি নেবুলাইজার মেশিন এর দাম 

মেনে নেবুলাইজার মেশিনগুলোর দাম ১৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। যেমন আপনি চাইলে নিচের ছবির মতো হুবহু নেবুলাইজার মেশিন টি কিনতে পারবেন ১৫৫০ টাকায় , আর যদি অফারপ্রাইজে এই মুহূর্তে কিনেন সে ক্ষেত্রে ৬% ডিসকাউন্টে ১,৪৫০ টাকায় পেতে পারেন। 

Portable Mini Handheld Mesh Nebulizer Machine

নেবুলাইজার মেশিনের দাম কত

দাম ১৫৫০ টাকা 

দারাজ থেকে কিনুন 

জেট নেবুলাইজার মেশিনের দাম কত

আপনি যদি কম বাজেটে বাংলাদেশে জেট নেবুলাইজার মেশিন কিনতে চান সেক্ষেত্রে বাজেট হতে হবে ১৫০০ থেকে ২০০০ টাকা। অন্যদিকে মিড রেঞ্জ জনপ্রিয় ব্র্যান্ডের কিনতে চাইলে খরচ পড়বে ১৮০০ থেকে ২০০০ টাকা। আর উন্নত নামকরা ব্র্যান্ডের নেবুলাইজার কিনতে চাইলে সে ক্ষেত্রে খরচ করবে ৩০০০ থেকে ৬০০০ টাকা। এরই মধ্যে আমরা বিডি স্টল ওয়েবসাইট থেকে বেশ কয়েকটি নেবুলাইজার মেশিনের ছবি সংযুক্ত করেছি। আপনি চাইলে সেখান থেকে আরও বেশ কিছু মডেলের নেবুলাইজার মেশিন দেখতে পারেন। 

নেবুলাইজার মেশিন কোনটা ভালো: ভালো জিনিস কিনতে আমরা সকলেই পছন্দ করি। তাই স্বাভাবিকভাবে নেবুলাইজার মেশিন কোনটা ভালো এটাও জানতে চান অনেকেই। আপনি যদি এই মেশিন কেনার সময় কয়েকটি বিষয়ে বিবেচনা করেন সেক্ষেত্রে আশা করছি ভালো মেশিনটা আপনার হাতে পৌঁছাবে। সেগুলো হচ্ছে–

  • নেবুলাইজার মেশিন এর ব্র্যান্ড ও মূল্য – ব্যবহার করে সুবিধা পাবেন এমন জিনিসের দাম কিছুটা হলেও বেশি হবে। তাই আপনি যদি ১০০০-১২০০ টাকার জিনিস ২০-৩০০ টাকায় পেয়ে যান তাহলে বুঝতে হবে গন্ডগোল রয়েছে। 
  • ওয়ারেন্টি ও পরিষেবা, প্রোডাক্ট কেনার সময় ওয়ারেন্টি এবং পরিষেবা সম্পর্কে জেনে নিলে ভালো। এতে করে আপনি ভাল প্রোডাক্ট হাতে পাবেন সেই সাথে কোন ধরনের সমস্যা দেখা দিলে ফ্রিতে সারিয়ে নিতে পারবেন। 
  • আর আরেকটি পরামর্শ হচ্ছে নেবুলাইজার মেশিন কেনার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। কেননা তারা আপনাকে উপযুক্ত এবং সবচেয়ে কার্যকরী নেবুলাইজার মেশিনটি সাজেস্ট করতে পারবে আশা করছি। 

নেবুলাইজার মেশিন ব্যবহারের নিয়ম: নেবুলাইজার ব্যবহারের সঠিক নিয়ম জানা খুবই জরুরী। এ সময় রোগীকে আরামদায়ক ভাবে আধা শোয়া বা বসা অবস্থায় রাখতে হবে। পরবর্তীতে নেবুলাইজারের অংশগুলো জোড়া দিয়ে প্রতি স্প্রেতে ২৩ মিলি পানি সঙ্গে পাঁচ থেকে এক মিলি সলবিউটামল সলিউশন এবং প্রয়োজনে ইপ্রাট্রোসিয়াম সলুশন নিতে হবে। আমার মনে হয় এক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারে একজন চিকিৎসক। তাই এই মেশিন ব্যবহারের সময় কতটুকু পরিমানে কি নিতে হবে এবং কিভাবে রোগীকে রাখতে হবে তা জেনে নিন। 

আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, নেবুলাইজার মেশিনের দাম কত এই নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *