চন্দন পাউডার এর দাম কত

জেনে নিন চন্দন পাউডার এর দাম কত এবং এর উপকারিতা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং তৈলাক্ত ত্বকের অস্বস্তি থেকে বাঁচতে আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে চন্দন পাউডার। ব্রণ, ফুস্কুরি, ত্বকের দাগ দূর করা সহ রোদে পোড়া চামড়ার সমস্যার সমাধানে চন্দন পাউডার এর উপকারিতা অনেক। বলা যায় রূপচর্চা এবং ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ চন্দনের গুড়া একটি পরিচিত নাম।

এটা প্রমাণিত যে আসল চন্দন পাউডার নিয়মিত ত্বকের যত্নে ব্যবহার করলে মিলবে যাদুকরি উপকার। আসুন জেনে নিই চন্দন পাউডার এর দাম কত, ব্যবহারের নিয়ম এবং এর উপকারিতা সম্পর্কে।

চন্দন পাউডার এর দাম কত

পরিমাণ এবং কোয়ালিটির উপর নির্ভর করে চন্দন পাউডার এর দাম কম বেশি হয়ে থাকে। আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে খরচ পড়বে ৩৫০-১০০০ টাকা। 

নাম: Trinamool Herbal Sandalwood Powder.

চন্দন পাউডার এর দাম কত

দাম: ৯০০ টাকা।

এটি Trinamool হারবাল ব্র্যান্ড এর একটি প্রডাক্ট, যা সকল ধরনের স্কিনে ব্যবহার উপযোগ্য। ইতিমধ্যে এই ব্র্যান্ড এর চন্দনের গুড়া অনেকেই ব্যবহার করেছেন এবং মিলেছে সুবিধা ও ত্বকের নানান সমস্যার সমাধান।  

সাধারণত যে কোন সুপারমার্কেট বা অনলাইন শপ থেকে ৫০ গ্রাম ওজনের অরিজিনাল এই চন্দনের গুঁড়া আপনি কিনতে পারবেন ৯০০ টাকায়। তবে দাড়াজে অফার প্রাইজের সুযোগ লুফে এটি অল্প দামেও কিনতে পারেন। 

দারাজ থেকে কিনুন

নাম: Pure sandalwood powder.

চন্দন পাউডার এর দাম কত

দাম: ৩৮০ টাকা। 

ত্বকের বলীরেখা দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন বিশুদ্ধ চন্দন গুড়ার এই প্রোডাক্ট। যেটার রেগুলার প্রাইস ৪০ গ্রামের ক্ষেত্রে  ৩৮০ টাকা। 

সরোবর থেকে কিনুন 

এখন আসুন জানি, চন্দন কাঠ এর গুড়া কেনার ক্ষেত্রে কি কি বিষয় নজরে রাখবেন এবং এগুলো ঠিক কোথায় থেকে কিনবেন

আসল চন্দন পাউডার চেনার উপায়

আসল চন্দন পাউডার এর দাম কিছুটা বেশি হয়ে থাকে। তবে এমনটা নয় বেশি দামে বিক্রি হচ্ছে বলেই সেটা অরিজিনাল চন্দন কাঠের গুড়া। অরিজিনাল চন্দন পাউডার চেনার জন্য সবচেয়ে সহজ কিছু উপায় হলো –

  • গন্ধ দ্বারা পরীক্ষা
  • রং পরীক্ষা
  • টেক্সচার পরীক্ষা
  • পানি দিয়ে পরীক্ষা

আসল অরিজিনাল চন্দন পাউডারের একটি প্রাকৃতিক ও মিষ্টি সুবাস থাকে। এছাড়াও আসল চন্দন পাউডারের রং হালকা হলুদ অথবা বাদামী রঙের হয়। মনে রাখবেন এটি খুব বেশি উজ্জ্বল বা খুব সাদা হয় না। আর যদি হয়ে থাকে তাহলে এতে ভেজাল রয়েছে। তাছাড়াও এই পাউডার সাধারণত মসৃণ এবং সফট হয়ে থাকে। পাশাপাশি আপনি প্যাকেটের লেভেল পড়ে নিশ্চিত হয়ে ১০০% খাটি চন্দন পাউডার নির্বাচন করতে পারবেন। 

কিন্তু কথা হলো, যখন আপনি অনলাইন থেকে এই ধরনের প্রোডাক্ট কিনবেন সেক্ষেত্রে করণীয় কি? আপনার করণীয় কাজ হবে উক্ত প্রোডাক্টের রিভিউ ও রিটিং ভালোভাবে যাচাই বাছাই করা। ব্যাস যদি রিভিউ ভালো দেখেন তাহলে নিঃসন্দেহে তা অর্ডার করতে পারেন। 

চন্দন পাউডার কোথায় পাওয়া যায়

চন্দন পাউডার সাধারণত আপনি যেকোনো শপ বা সুপার মার্কেট থেকে কিনতে পারবেন। তবে সচরাচর এই প্রোডাক্ট অনলাইনে বেশি বেচাকেনা হয়ে থাকে। তাই বিশ্বাস যোগ্য কিছু প্রোডাক্ট সেল ওয়েবসাইট থেকে আপনি এটা কিনতে পারেন। যেমন ধরুন, দারাজ। যেখানে এর রিভিউ ভালো ও যেখানে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করার সুযোগ পাবেন। কেননা দারাজে ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে। 

চন্দন পাউডার এর উপকারিতা এবং ব্যবহারের নিয়ম 

চন্দন পাউডার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ব্রণ ও ফুসকুরির সমস্যা দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, ত্বকের শীতলতা বজায় রাখে, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং স্কিন অনেক বেশি গ্লো করায়।

এটি ব্যবহারের বিভিন্ন পদ্ধতির রয়েছে। সাধারণত ঘরোয়া ফেসপ্যাক তৈরি করে আপনি চন্দন পাউডার ব্যবহার করতে পারবেন। যেমন ২ চামচ চন্দন পাউডার, এক ফোঁটা লেবুর রস এবং এক চা চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে এপ্লাই। 

এছাড়াও অসংখ্য উপকরণ রয়েছে যেমন- মধু, কাঁচা হলুদ, চালের গুড়া নারিকেল দিয়ে ইত্যাদি। যার সাথে চন্দনের গুড়া মিশিয়ে আপনি রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন। 

আমাদের শেষ কথা: আশা করছি, এই আর্টিকেলটি পড়ার পর অরিজিনাল চন্দন পাউডার এর দাম কত হতে পারে এ সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি এই নিয়ে আরো কিছু জানার থাকে কমেন্ট করুন। আর হ্যাঁ, যেকোন প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে কাস্টমার রিভিউ দেখে নিন এবং প্রতারণা থেকে বাঁচুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *