সোলার প্যানেল এর দাম
|

অরিজিনাল সোলার প্যানেল এর দাম কত দেখুন

দিন দিন বাড়ছে বিদ্যুতের চাহিদা, আর সেই সাথে বাড়ছে বিদ্যুৎ বিলও। তবে আমরা চাইলেই এই সমস্যার সমাধান পেতে বিকল্প মাধ্যম বেছে নিতে পারি, তা হলো সোলার প্যানেল। অনেকের ধারণা সোলার সিস্টেম মানে হাজার হাজার টাকার খরচ। 

কিন্তু বর্তমান বাজারে বিভিন্ন ক্ষমতার সোলার প্যানেল বিভিন্ন দামে পাওয়া যায়। সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা দামের পর্যন্ত সোলার প্যানেল কিনতে পারেন। বাসায় ব্যবহারযোগ্য কম দামে সেরা কিছু সোলার প্যানেল বা সৌর প্যানেল এর দাম দেখুন নিচে। 

সোলার প্যানেল এর দাম 

বৃহত্তর ক্ষমতার উন্নত মানের সোলার প্যানেলের দাম অনেক বেশি। তবে স্বল্প বাজেটের মধ্যেও বাসা বাড়িতে ব্যবহারের জন্য আপনি ১০০ থেকে ৩৫০ ওয়াট এর সোলাল প্যানেল ৩০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। 

100 Watt Solar System Monocrystalline

সোলার প্যানেল এর দাম

দাম: ২৫,০০০ টাকা। 

ব্যবহারযোগ্য ক্ষমতা: ছোট আকারের LED বাতি, মোবাইল ফোন চার্জ, ছোট প্যানখা, রেডিও, ছোট টেলিভিশন, ছোট ফ্রিজ এবং ল্যাপটপ ব্যবহার। যদিও ১০০ ওয়াট সোলার সিস্টেম খুবই ছোট আকারের সৌর বিদ্যুৎ ব্যবস্থা, এটাতে একটি সোলার প্যানেল, একটি চার্জ কন্ট্রোলার এবং একটি ব্যাটারি থেকে থাকে। তবে ব্যবহার উপযোগ্য। তাছাড়া উল্লেখিত দামের থেকে কিছুটা কম অথবা কিছুটা বেশি দামে মার্কেট থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ১০০ ওয়ার্ড এর সোলার প্যানেল, যেটার সিস্টেমগুলো দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব। 

200 Watt Solar System Monocrystalline

সোলার প্যানেল এর দাম

দাম: ৩৮,০০০ টাকা 

ব্যবহারযোগ্য ক্ষমতা: ছোট আকারের LED বাতি, মোবাইল ফোন চার্জ, ছোট প্যানখা, রেডিও, ছোট টেলিভিশন, ছোট ফ্রিজ, ল্যাপটপ, ছোট ওয়াটার পাম্প ও ছোট রাইস কুকার ব্যবহার উপযোগ্য। আপনি যদি ৩৮ হাজার টাকা দামের ২০০ ওয়াট এর সোলার প্যানেল কিনেন সেক্ষেত্রে এটি হবে জার্মান টেকনোলজি এবং এর ওয়ারেন্টির ২০ বছর। এর ভোল্টেজ ১২ এবং ব্যাটারি 12V 130AmH, তবে হ্যাঁ এছাড়াও ৮০০০ টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকার মধ্যেও আপনি ২০০ ওয়ার্ড এর সোলার প্যানেল কিনতে পারবেন, যেগুলোর ধারণক্ষমতা তুলনামূলক কিছুটা কম । 

350 Watt Solar System Monocrystalline

সোলার প্যানেল এর দাম

দাম: ৯০০০ টাকা

৩০০ থেকে ৩৫০ ওয়াট সোলার সিস্টেম এর দাম সর্বনিম্ন সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু হয় এবং তা পৌঁছায় সাড়ে ১০ হাজার টাকা পর্যন্ত। ছবিতে দেখানো ৩৫০ ওয়াট এর এই সোনার প্যানেল মার্কেটে বেশ জনপ্রিয়, কেননা advance উন্নত উৎপাদন প্রযুক্তির মাধ্যমে উচ্চ রূপান্তর দক্ষতা রয়েছে এতে, এটা কিনলে আপনি ১০ বছরের ওয়ারেন্টি এবং ২৫ বছরের লিনিয়ার পারফরম্যান্স ওয়ারেন্টি পাবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন। 

50 ওয়াট সোলার প্যানেলের দাম কত 

৫০ ওয়াট সোলার প্যানেলগুলোর দাম ৩০০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা বা তার বেশি। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এবং বিক্রেতাদের কাছ থেকে আপনি এই প্যানেলগুলো সম্ভাব্য এই প্রাইজে কিনতে পারবেন। যেমন–

MONO SOLAR PANEL 50 WATT CHINA A GRADE FOR 12V SINGLE BATTERY

১২ ভোল্ট ব্যাটারির দাম কত

দাম: ৩৪৯৯ টাকা। 

দারাজ থেকে কিনুন

৬৫ ওয়াট সোলার প্যানেলের দাম কত 

ছবিতে দেখানো ৬৫ ওয়াট এর এই সোলার প্যানেল এর দাম ৪,৯৭০ টাকা। তবে সোলার প্যানেলের ক্যাপাসিটি, কার্যক্ষমতা এবং অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দামে পার্থক্য থেকে থাকে। বিভিন্ন দোকান বা মার্কেটপ্লেস থেকে আপনি ৬৫ ওয়াট এর সৌর প্যানেলগুলো ৩২৫০ টাকা থেকে ৩৯০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 

১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত 

১২ ভোল্ট ব্যাটারির দাম কত

দাম: ৪,৯৭০ টাকা। 

দারাজ থেকে কিনুন

২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত 

বিখ্যাত ব্রান্ডের সোলার প্যানেলের দাম সাধারণত বেশি হয়ে থাকে। তবে বাজার অনুসন্ধান করলে আমাদের দেশে ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ ১২০০০ টাকা পর্যন্ত পৌঁছায়। তবে আবারও বলছি প্যানেলের ব্র্যান্ড, ক্যাপাসিটি ধারণ ক্ষমতা এবং গুণগত মানের উপর ভিত্তি করে দাম এর থেকে কম অথবা বেশি হতে পারে। 

১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত 

১০০০ ওয়াট এর সোলার প্যানেলের দাম অনেক বেশি। এজন্য আপনার সর্বনিম্ন বাজেট হতে হবে ৬০ হাজার টাকা। নিচে ১০০০ ওয়াট এর সোলার প্যানেলের দামের একটি তালিকা সংযুক্ত করছি.

  • জেএসই ১০০০ ওয়াট সোলার প্যানেল, এর দাম ৯০,০০০ টাকা
  • মনো ১০০০ ওয়াট সোলার প্যানেল, এর দাম ৮০,০০০ টাকা
  • আরএস ১০০০ ওয়াট সোলার প্যানেল, এর দাম ১০০,০০০ টাকা
  • লুনার ১০০০ ওয়াট সোলার প্যানেল, এর দাম ১১০,০০০ টাকা
  • সোলার প্যানেল সহ 1000 ওয়াট পোর্টেবল পাওয়ার স্টেশন, এর দাম ২০০,০০০ টাকা

সাধারণত এই প্যানেলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে– শক্তির উৎপাদন ক্ষমতা বেশি এবং এর সিস্টেমে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি এবং স্থাপনার সামগ্রী অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও ১০০০ ওয়াট সোলার প্যানেল প্রতিদিন সূর্যালোক পাওয়ার মাধ্যমে ১০০০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। তাই আপনার বাসা বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করতে বা লোডশেডিং এর ঝামেলা থেকে মুক্তি পেতে এটি ব্যবহার করতেই পারেন। 

সুপারস্টার সোলার প্যানেল এর দাম ২০২৫ 

খুবই পরিচিত একটি সোলার প্যানেল সুপারস্টার সোলার প্যানেল। এই ব্র্যান্ডের সৌর প্যানেলের দাম ওয়ার্ড এর ওপর ভিত্তি করে কমবেশি হয়। তবে সর্বনিম্ন দাম বলা যায় ৫৫০০ টাকা। 

সোলার প্যানেল এর দাম ২০২৫ বাংলাদেশ 

ক্রমিক নংসোলার প্যানেলদাম
১.Sunshine 100 watt haf cut Solar panel৪০০০ টাকা
২.Long Ran Gold Mono 150watt N-type Solar panel ৬,৩০০ টাকা
৩.Long Ran Mono crystalline 220w half cut solar panel 12v৮,৮০০ টাকা
৪.Longi LR4-60hpb 355w Solar panel১২,৫০০ টাকা
৫.JA 545w solar panel with Efficiency ১৪,৬২৫ টাকা
৬.Sunshine 323 w half cut solar panel১৮,৫০০ টাকা

তালিকায় সংযুক্ত করা প্যানেলগুলো ছাড়াও বিভিন্ন ধরনের সৌর প্যানেল রয়েছে, যেগুলোর দাম কার্যক্ষমতার উপর ভিত্তি করে কম বেশি। অসংখ্য সৌর প্যানেল এর দাম জানতে ক্লিক করুন সাজেস্টকৃত লিংকে। 

গুরুত্বপূর্ণ কথা: সৌর প্যানেল এক ধরনের ডিভাইস, এটি সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে। সৌর  প্যানেলের মূল উপাদান হচ্ছে সৌর সেল। এটা সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে তৈরি। বর্তমানে বাজারে তিন ধরনের সোলার প্যানেল পাওয়া যায়। এগুলো হলো–

  • অ্যামরফাস প্যানেল
  • পলিক্রিস্টালাইন সোলিকন সোলার প্যানেল
  • মনোক্রিস্টালাইন সোলার প্যানেল

আপনার বাজেট কেমন তার ওপর নির্ভর করে আপনি যেকোন সোলার প্যানেল কিনতে পারেন। তবে মার্কেট এনালাইসিস করে এটা বলতে পারি, এই তিন ধরনের সৌর প্যানেলগুলোর মধ্যে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল হল উন্নত মানের সৌর প্যানেল, যেগুলোর দাম তুলনামূলক বেশি।

পলিক্রিস্টালাইন সোলিকন সোলার প্যানেল হল মাঝারি দামের সোলার প্যানেল, যেগুলো মনোক্রিস্টালাইন ছোট প্যানেল গুলোর থেকে কিছুটা তুলনামূলক নিম্নমানের, তবে এতে দামেও পার্থক্য রয়েছে। অন্যদিকে অ্যামরফাস ছোট প্যানেল হচ্ছে সস্তা সৌর প্যানেলের অন্তর্ভুক্ত। তবে আপনি যে ধরনেরই সৌর প্যানেল কিনেন না কেন, যদি অরিজিনাল টা কিনতে সক্ষম হন তাহলে ভালো ফিডব্যাক পাবেন। 

আজকাল বেশকিছু ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দেশি সোলার প্যানেল ব্র্যান্ড হিসেবে পরিচিত–রহিম আফরোজ সোলার প্যানেল, সুপারস্টার সোলার প্যানেল, মিনি সোলার প্যানেল এবং সোলার ল্যান্ড। 

সোলার প্যানেল কেনার ক্ষেত্রে সতর্কতা 

সোলার প্যানেল কেনার সময় অবশ্যই বিশ্বস্ত ব্র্যান্ড ও সনদ-প্রাপ্ত কোম্পানির প্যানেল দেখে কিনবেন। মনে রাখবেন, অনলাইন থেকে কম দামে অজানা ব্র্যান্ডের প্যানেল নিলে কার্যক্ষমতা কম হতে পারে। তাই বিষয়টি মাথায় রাখুন। পাশাপাশি সোলার প্যানেল কেনার সময় আরো খেয়াল রাখুন–

  • ভালো ব্রান্ডগুলোর সাধারণত ২০ থেকে ২৫ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। 
  • রিভিউ ও রেটিং এর উপর ভিত্তি করে বলা যায় বর্তমান বাজারে বেশি কার্যকরী সোলার প্যানেল হল Monocrystalline, যার দাম তুলনামূলক একটু বেশি। আর কম কার্যকরী সোলার প্যানেল হল Polycrystalline, যা কিছুটা সস্তা। 

তাই ব্র্যান্ড দেখে সঠিক শোলার প্যানেল কেন। বিরত থাকুন অস্বাভাবিক ছাড়ের প্রলোভন থেকে। আর অনলাইন থেকে কেনার সময় অবশ্যই রিভিউ, গ্রাহক ফিডব্যাক এবং স্থানীয় রেটিং ভালোভাবে যাচাই করুন। 

আশা করছি, সাশ্রয়ী দামের মধ্যে সোলার প্যানেল সংগ্রহ করতে পারবেন আমাদের এই তালিকা থেকে। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সাথে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *