ভিভো মোবাইল

ভিভো মোবাইল ফোনের দাম কত বাংলাদেশ ২০২৫ (সর্বশেষ প্রাইস)

কম কিংবা মাঝারি বাজেটের মধ্যে ক্যামেরায় সেরা পারফরম্যান্সের জন্য ভিভো মোবাইল ফোন খুব পরিচিত। বর্তমান সময়ে অন্যান্য অনেক ব্রান্ডের সাথে মোবাইল ফোন মার্কেটে ভিভোর জনপ্রিয়তা ব্যাপক লক্ষ করা যায়।

বাংলাদেশের অফিসিয়াল ফোনের বাজারে ভিভো একটি শক্ত প্রতিদ্বন্দ্বী। তারা নতুন নতুন ফিচার এবং স্পেসিফিকেশন দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন রিলিজ করছে। কম দামের বাজেট ফোন থেকে শুরু করে ফ্লাগশিপ ফোনও রয়েছে তার মধ্যে। আপনার বাজেট কম হোক কিংবা বেশি হোক, আপনার বাজেটের মধ্যেই অনেকগুলো ভিভো ব্রান্ডের মোবাইল কেনার অপশন পেয়ে যাবেন।

আপনি যদি এই মুহুর্তে একটি ভিভো মোবাইল ফোন কেনার কথা চিন্তা করেন অথবা প্রাইস সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার সহায়ক হতে পারে। এই আর্টিকেলে বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে ভিভো মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে পারবেন।

ভিভো মোবাইল দাম- আপডেট প্রাইস ২০২৫

এখানে ভিভো ফোনের বেশ কিছু নতুন মডেল ২০২৫ সহ আগের মডেলগুলোর আপডেট প্রাইস তুলে ধরা হলো। এই দামে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি কিনতে পাওয়া যায়।

মডেলর‍্যাম / রমদাম
VIVO Y03T4/64 GB10,299
VIVO YO44/64 GB11,699
VIVO YO44/128GB12,699
VIVO Y19s4/128 GB15,999
VIVO Y19s6/128GB16,399
VIVO Y296/128 GB18,999
VIVO Y298/128GB20,999
VIVO Y298/256GB22,799
VIVO Y27S6/128GB21,799
VIVO Y27S8/128 GB21,999
VIVO Y286/128 GB18,399
VIVO V30 LITE8/128 GB28,999
VIVO V40 LITE8/128 GB28,999
VIVO V4012/256 GB59,599
VIVO V5012/256 GB62,999
Vivo X20016/512 GB139,999

এখানে ভিভো ফোনের ২০২৫ সালের আপডেট প্রাইস দেওয়া হয়েছে। অফিসিয়াল প্রাইজ যে কোন সময় আপডেট হতে পারে বিভিন্ন অফারের মাধ্যমে। তাই অবশ্যই শোরুমে গিয়ে অফার প্রাইস সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

আরও দেখুন: সবচেয়ে কম দামে রেডমি নিয়ে আসলো পাওয়ারফুল গেমিং ফোন Redmi Turbo 4

তাছাড়া ভিভোর অনেক মডেলের আনঅফিশিয়াল ফোন কিনতে পাওয়া যায়। যেগুলো অফিসিয়াল দামের তুলনায় অনেক কম। তবে এগুলো কিনলে ওয়ারেন্টি এবং অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে না।

প্রিয় পাঠক, আশা করছি আর্টিকেলটির মাধ্যমে ভিভো মোবাইল এর বর্তমান দাম সম্পর্কে আইডিয়া পেয়েছেন। এর মধ্যে আপনার কোন মডেলটি আপনার সবচেয়ে ভালো লেগেছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ☺️

Similar Posts

One Comment

  1. খুব সুন্দর ও দরকারি একটি পোষ্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *