বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত
|

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত দেখুন ও কিনুন

একটি ভালো মানের সেলাই মেশিন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আজকের নিবন্ধটি পড়ুন। কেননা আজ আমরা বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত তা জানাবো। বাটারফ্লাই ব্র্যান্ডের সেলাই মেশিনের দাম ও বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে আপনি আপনার জন্য কিনতে পারবেন টেকসই, স্বল্প বাজেটে সবচেয়ে ভালো সেলাই মেশিনটি। 

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত?

সাধারণত স্ট্যান্ডসহ বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৬৫০০ টাকা অন্যদিকে স্ট্যান্ড ছাড়া বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৫৫০০ টাকার মত। বর্তমানে মার্কেটে বিভিন্ন মডেলের বাটারফ্লাই সেলাই মেশিন রয়েছে। মডেল, সাধারণ কিছু বৈশিষ্ট্য এবং স্থানের উপর নির্ভর করে এই মেশিনগুলোর দামে রয়েছে পার্থক্য। 

এজন্য সবচেয়ে জনপ্রিয় বাটারফ্লাই সেলাই মেশিনের মডেল ও তাদের দাম সেই সাথে ছবি সংযুক্ত করছি। যেগুলো আপনি অনলাইন থেকে অথবা সরাসরি মার্কেটে গিয়ে কিনতে পারবেন। 

Butterfly Sewing Machine JA2-1 

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

দাম ৯৪০০ টাকা 

ছবির মত হুবহু দেখতে বাটারফ্লাই ব্র্যান্ড এর সুইং মেশিন কিনতে আপনার আনুমানিক বাজেট হতে হবে ৯ থেকে ১০ হাজার টাকা। এই মডেলটি মজবুদ ধাতব দিয়ে তৈরি, যা দীর্ঘদিন ব্যবহারের জন্য উপযুক্ত। সঠিক যত্ন নিলে এবং সঠিকভাবে ব্যবহার করলে এই সেলাই মেশিন টিকবে বেশ কয়েক বছর। তাছাড়াও এক বছরের পার্টস ওয়ারেন্টি ও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।  তাই কোন প্রকার সমস্যা হলে সাহায্য নিতে পারবেন এই সুযোগের। হ্যান্ডটাইপ মডেল JA2-1 বাটারফ্লাই সেলাই মেশিন কিনতে অথবা আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। 

অনলাইন থেকে কিনুন

Butterfly Sewing Machine JH 5311A

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

দাম ৭৭৯৯ টাকা 

বাটারফ্লাই ব্যান্ডের এই সেলাই মেশিনটি বেশ জনপ্রিয়। যা ভালো মানের মেটাল ফ্রেম দিয়ে তৈরি এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। টেকসই মটর থাকার কারণে লম্বা সময় ধরে এই মেশিনটি নিজের প্রয়োজন মত কাজে লাগানো যায়। তাছাড়াও মজার ব্যাপার হচ্ছে ১১ ধরনের সেলাই দেওয়া যায় এই মেশিনের সহযোগিতায়। তাই বাটারফ্লাই এর জনপ্রিয় এই মডেলটি কিনতে হলে আপনার টোটাল খরচ পড়বে ৮০০০ টাকার মত, স্থানভেদে বা সময় পরিবর্তনের সাথে দাম কমবেশি হতে পারে।

অনলাইন থেকে কিনুন

Butterfly Sewing Machine JN-864

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

দাম ১২,৬৯৯ টাকা 

বাটারফ্লাই ব্র্যান্ডের JN-864 মডেল সেলাই মেশিন টি একটি আধুনিক ও বহুমুখী সেলাই মেশিন। যেটাতে রয়েছে অটো সুইচিং সিস্টেম এবং বিভিন্ন ধরনের সেলাই অপশন। পাশাপাশি উন্নত মানের ধাতব বস্তু দিয়ে তৈরি এছাড়াও সহজে ব্যবহারযোগ্য। শাব্দিক বিবেচনা করে butterfly ব্র্যান্ডের একটি নাম করা সুইং মেশিন এটি, যার বর্তমান মূল্য ১২৬৯৯ টাকা। 

অনলাইন থেকে কিনুন

Butterfly Sewing Machine JH-5832A

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

দাম ৯,২৯৯ টাকা 

আরেকটি বাটারফ্লাই ব্র্যান্ডের জনপ্রিয় সেলাই মেশিন এটি, ছবির মত হুবহু দেখতে সুন্দর এই মেশিনটি কিনতে আপনার টোটাল খরচ করতে পারে ৯২৯৯ টাকা অর্থাৎ ১০ হাজার টাকার কাছাকাছি। এটি রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং বিভিন্ন সেলাইয়ের অপশন। বিস্তারিত জানতে কিংবা সরাসরি কিনতে চাইলে অনলাইনে অনুসন্ধান করুন অথবা ক্লিক করুন সাজেস্টক কৃত লিংকে। তবে হ্যাঁ মার্কেটে গিয়েও আপনি এটা কিনতে পারবেন তবে স্থান ও সময়ের সাথে সাথে দামের কিছুটা পার্থক্য হতে পারে। 

অনলাইন থেকে কিনুন

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ২০২৫ বাংলাদেশ

Butterfly Sewing Machine JH-8390S

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

দাম ৭৯৯৯ টাকা 

ওয়ারেন্টি ১ বছর 

বিদ্যুৎ খরচ / পাওয়ার ৭০w 

মূল বৈশিষ্ট্য – ইলেকট্রিক ও ম্যানুয়াল অপশন এবং উচ্চগতির সেলাইয়ের সুবিধা সহ মাল্টি ফাঙ্কশনাল সেলাই সিস্টেম।

বিস্তারিত দেখুন অনলাইন থেকে কিনুন 

Butterfly Sewing Machine JH 8190A

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

দাম ৭৪৯৯ টাকা 

ওয়ারেন্টি ১ বছর 

বিদ্যুৎ খরচ / পাওয়ার ৭০W 

মূল বৈশিষ্ট্য– এটি বাটারফ্লাই ব্র্যান্ডের একটি আধুনিক সেলাই মেশিন, যাতে রয়েছে একাধিক উন্নত মানের সেলাইয়ের অপশন এবং অত্যন্ত টেকসই ও মজবুত। 

বিস্তারিত দেখুন অনলাইন থেকে কিনুন

বাটারফ্লাই সেলাই মেশিন চেনার উপায়: বর্তমানে আসল বাটারফ্লাই সেলাই মেশিন চিনতে সবার প্রথমে লক্ষ্য করবেন মেশিনের গায়ে বাটারফ্লাই লোগো টা ঠিকমতো রয়েছে কিনা। অতঃপর বিল্ড কোয়ালিটির ওপর নজর রাখবেন আর অবশ্যই বিশ্বস্ত ওয়েবসাইট অথবা বিশ্বস্ত দোকান থেকে কেনার চেষ্টা করবেন। 

আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, এই ছিল বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত তা নিয়ে আমাদের আজকের আলোচনা। যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *