বড়দের ঝুলন্ত সুতার দোলনার দাম কত জানুন
আপনি যদি বড়দের জন্য একটি সুতার দোলনা কেনার কথা ভেবে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে তুলে ধরবো সুন্দর একটি বড়দের সুতার দোলনার দাম কত এবং রিভিউ।
বাড়ির ছাদে, বারান্দা কিংবা ব্যালকনি অথবা বাড়ির বাইরে টাঙানোর উপযুক্ত সেরা একটি দোলনার রিভিউ তুলে ধরবো এই আর্টিকেলে। যেটি খুব সহজে দারাজের মাধ্যমে কিনে নিতে পারবেন।
বড়দের জন্য সুতার দোলনার দাম
অনলাইন বা অফলাইন মার্কেটে বিভিন্ন দাম এবং ডিজাইনের সুতার দোলনা কিনতে পাওয়া যায়। কোয়ালিটি এবং আকারভেদে এর দাম ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।
দারাজে প্রচুর বিক্রি হওয়া একটি দোলনা
বড়দের চমৎকার এই সুতার দোলনাটির দাম: ২২০ টাকার মত
- বড়ো ছোট সবার জন্য উপযুক্ত এই দোলনা টি যে কোন জায়গাতে সহজেই টাঙানো যায়।
- ১২০ কেজির মতো ওজন নিতে পারে দোলনা টি।
- সুতার দোলনা হওয়ায় ময়লা হলে সহজেই ওয়াশ করা যায়।
- যখন তখন খুলে যে কোন জায়গাতে আবার টাঙানো যায়
- বিভিন্ন কালার কালার থাকায় আপনার পছন্দ অনুযায়ী কালারের কিনতে পারবেন।
- দারাজে সবসময়ই কোন না কোন ডিসকাউন্ট অফার কিংবা ফ্রী ডেলিভারি অফার থাকে। তাই দেখেশুনে অনলাইন থেকেও ডিসকাউন্টে কিনে নিতে পারেন।
Disclaimer:
এই আর্টিকেলের উদ্দেশ্য প্রডাক্ট টির দাম এবং কোথায় কিনতে পারবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া। Dam Koto Taka ওয়েবসাইট কোন প্রকার পন্য অনলাইনে বিক্রি করে না। অনলাইনে কোন কিছু কেনার আগে ভালোভাবে যাচাই করে এবং কাস্টমার রিভিউ দেখে কেনা উচিত।
শেষ কথা:
আশা করি আর্টিকেলটির মাধ্যমে বড়দের জন্য সুতার দোলনার দাম কত এবং কোথায় কিনতে পারবেন তার সম্পর্কে জানতে পেরেছেন। অনলাইনে কেনার ক্ষেত্রে আগে সেলারের রিভিউ দেখে কেনা উচিত। তাছাড়া দারাজ ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট করে, তাই আগে পন্য হাতে পেয়ে পরে পেমেন্ট পরিশোধ করতে পারবেন।