দেখুন সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫
একটি ভালো সেলাই মেশিন শুধু কাপড় সেলাইয়ের কাজ সহজ করে না, বরং একজন সৃজনশীল ব্যক্তির জন্য এটি একটি অপরিহার্য হাতিয়ার। সিঙ্গার ব্র্যান্ড দীর্ঘদিন ধরে গুণগত মান ও টেকসই পারফরম্যান্সের জন্য জনপ্রিয়। তাই আজকে নিবন্ধে আমরা সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫ নিয়ে কথা বলব। তাহলে চলুন, ২০২৫ সালে এই ব্র্যান্ডের সেলাই মেশিনের দাম ও নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানি।
সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫
সিঙ্গার সেলাই মেশিন গুলোর দাম সর্বনিম্ন ৮ হাজার এবং সর্বোচ্চ প্রায় ৫০ হাজার টাকা হয়ে থাকে। মার্কেট অনুসন্ধান করলে জানা যায়– পায়ে চালিত সিঙ্গার সেলাই মেশিন এর দাম ৮ থেকে ১০ হাজার টাকা। অপরদিকে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন সেগুলোর দাম ২০ থেকে ৫০ হাজার টাকা।
অতএব যদি আপনি কোয়ালিটি সম্পন্ন সিঙ্গার ব্র্যান্ড এর সেলাই মেশিন কিনতে চান তাহলে আপনার বাজেট থাকতে হবে এরই মধ্যে। সেলাই মেশিনের মডেল বা ছবি দেখতে সেই সাথে কোনটার দাম কত হতে পারে জানতে নিচের ছবিগুলো এক নজরে দেখুন।
SINGER Sewing Machine/food machine
দাম ৯৯০০ টাকা
ছবির মত হুবহু দেখতে পায়ে চালিত এই সেলাই মেশিন কিনতে টোটাল খরচ পড়তে পারে ১০০০০ টাকার মত। এমন কি কখনো কখনো ডিসকাউন্ট প্রাইজে এটি আপনি কম দামেও সংগ্রহ করতে পারবেন। তবে সিঙ্গার ব্র্যান্ডের এই সুইং মেশিন কিনতে মোটামুটি বাজেট হতে হবে ৯ থেকে ১০ হাজার টাকা। আর এটা আপনি অনলাইনে কিংবা মার্কেটে গিয়ে সরাসরি দামদর করে কিনতে পারবেন।
সিংগার সেলাই মেশিনের দাম কত
SINGER Electric Sewing Machine
দাম ১৪,৫০০ টাকা
SINGER ইলেকট্রিক সেলাই মেশিনগুলো সাধারণত তাদের নির্ভরযোগ্যতা এবং ব্যবহারের সহজতার জন্য সুপরিচিত। বাজারে বিভিন্ন মডেল উপলব্ধ রয়েছে, যার মধ্যে “SINGER Electric Sewing Machine | 1408” এবং “SINGER Electric Sewing Machine | SM024” উল্লেখযোগ্য। আর এটি যদি আপনি কিনতে চান তাহলে মোটামুটি খরচ পড়বে ১৪ হাজার ৫০০ টাকা।
এছাড়াও 1408: এই মডেলটি ৮টি বিল্ট-ইন সেলাই স্টিচ সহ আসে, যার মধ্যে রয়েছে ৬টি বেসিক, ১টি ডেকোরেটিভ এবং ১টি স্বয়ংক্রিয় ৪-ধাপ বোতামহোল। এর স্বয়ংক্রিয় বোতামহোল ফিচারটি পেশাদার মানের বোতামহোল তৈরি করতে সহায়তা করে।
এমনকি সহজ থ্রেডিং সিস্টেম এবং হেভি ডিউটি মেটাল ফ্রেমের কারণে এটি স্থিতিশীল এবং নির্ভুল সেলাই প্রদান করে। এছাড়াও, স্ন্যাপ-অন প্রেসার ফুটের মাধ্যমে বিভিন্ন সেলাই প্রয়োজনীয়তা মেটানো যায়। এই মডেলটির বিদ্যুৎ খরচ ৭৫-৮৫ ওয়াট।
সিঙ্গার সেলাই মেশিনের বিশেষত্ব: সিঙ্গার সেলাই মেশিন গুলো বিশ্ব বিখ্যাত কারণ এই ব্র্যান্ডের মেশিন দীর্ঘদিন ধরে গুণগতমান ও নির্ভরযোগ্যতার পরিচয় দিয়েছে। মেশিনগুলো উচ্চমানের ধাতু ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। পাশাপাশি এতে রয়েছে বহুমুখী সেলাই ফিচার এবং সহজে ব্যবহার যোগ্যতা ও কম্পিউটারাইজড ও ম্যানুয়াল অপশন। মূলত একাধিক সুযোগ-সুবিধা ও মানসম্মত কোয়ালিটিই এই সিঙ্গার সেলাই মেশিনের বিশেষত্ব।
বিশেষ দ্রষ্টব্য: মনে রাখবেন আমাদের দাম কত টাকা ডট কম ওয়েবসাইট কোন ধরনের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে না। মূলত আমাদের টিমের উদ্দেশ্য আপনাদেরকে যে কোন প্রোডাক্ট বা ব্যবহার যে জিনিসের দাম জানানো এবং কোথায় থেকে কেনা যেতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়া। তাই নিত্য প্রয়োজনীয় সকল ধরনের প্রসাধনী বা পণ্যের দাম জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, এই ছিল সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫ নিয়ে আজকের আলোচনা। যেহেতু বাজারে সেলাই মেশিনের অসংখ্য ব্র্যান্ডের মধ্যে সিঙ্গার সেলাই মেশিন বেশ জনপ্রিয় তাই চাইলে আপনি আপনার কাজ ভালোভাবে সম্পাদনের জন্য এটি কিনতে পারেন সঠিক মূল্যে সঠিক স্থান থেকে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।