ছোট বাচ্চাদের খেলনা কথা বলা ক্যাকটাস পুতুলের দাম জানুন
অনলাইনে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় কথা বলা ক্যাকটাস পুতুলের ভিডিও প্রায়ই চোখে পড়ে । 2024 সালে ট্রেন্ডিং শিশুদের জনপ্রিয় এই খেলনা ড্যান্সিং ক্যাকটাস নামেও পরিচিত। ক্যাকটাস গাছের মত দেখতে খেলনা পুতুলটি মানুষের কথার পুনরাবৃত্তি করতে পারে। অর্থাৎ আপনি যা বলবেন তাই আবার ভিন্ন আঙ্গিকে পুতুলটিও বিভিন্ন অঙ্গভঙ্গি করবে এবং একই কথা বলে উঠবে। যা বাচ্চারা খুব উপভোগ করে।
আপনার শিশুকে আনন্দ দিতে এবং কিছু সময় প্রানবন্ত রাখতে উপহার দিতে পারেন এই খেলনা। বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় থাকায় এর চাহিদা এখন তুঙ্গে। চলুন দেখে নেওয়া যাক ক্যাকটাস খেলনার দাম কত এবং কোথায় পাবেন।
ক্যাকটাস খেলনার দাম
কথা বলা ক্যাকটাস খেলনার দাম: ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে
বিভিন্ন আকার এবং এর ফাংশন অনুযায়ী দাম ভিন্ন হয়ে থাকে।
যেভাবে কিনবেন
কথা বলা ক্যাকটাস খেলনা পুতুলটি আপনার নিকটস্থ বাচ্চাদের খেলনার দোকানে কিংবা গিফট হাউজে পেয়ে যাবেন।
তাছাড়া অনলাইনের মাধ্যমেও ঘরে বসে কিনতে পারেন দারাজ কিংবা যেকোনো অনলাইন শপ থেকে। সেক্ষেত্রে কেনার আগে কোন ডিসকাউন্ট আছে কিনা এবং প্রডাক্টের রিভিউ ভালোভাবে দেখেশুনে কেনা উচিত।
যেভাবে চালু করবেন
কথা বলা ক্যাকটাস খেলনাটি চালু করতে হলে প্রথমে ব্যাটারি প্রবেশ করাতে হবে। খেলনাটির নিচের অংশ স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে একটি 3Aa ব্যাটারি লাগাতে হবে। এরপর খেলনার উপরের অংশের সুইচ দিয়ে এটিকে চালাতে হবে।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
শিশুদের জন্য এ খেলনা টি খুব আনন্দদায়ক এবং মজার। তবে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
যেমন:
১. খেলনাটি ছোট শিশুদের অনেকসময় ভয় পাইয়ে দিতে পারে। যেহেতু এর সাউন্ড খুব বেশি মাত্রার রয়েছে তাই এর ভলিউম কম করে রাখা উচিৎ।
২. আপনার ছোট্ট শিশুরা এধরণের খেলনায় আগে যেহেতু অভ্যস্ত নয় তাই হঠাৎ তার বলা কথার পুনরাবৃত্তি পেয়ে বিভ্রান্ত হতে পারে। তাই প্রথম দিকে নিজে প্লে করে শিশুকে অভ্যস্ত করে দিতে হবে।
৩. দীর্ঘ সময় ধরে শিশুদের কাছে তীব্র মাত্রার শব্দ বাজানো উচিত নয়।
৪. এটি যেহেতু কাপড় দিয়ে তৈরি এবং এর মধ্যে ইলেকট্রনিক জিনিস আছে তাই এটি ওয়াশ করা যায়না। তাই যতটা সম্ভব ময়লা থেকে দুরে রাখতে হবে।
৫. এটি বেশ উপর থেকে পরে গেলে অথবা জোরে চাপ লাগলে এটি নষ্ট হয়ে যেতে পারে তাই সেদিকে খেয়াল রাখতে হবে।
শেষ কথা
কথা বলা ক্যাকটাস পুতুল খেলনাটি আপনার শিশুর জন্য একটি আনন্দময় খেলনা হতে পারে। তাছাড়া এটি গিফট আইটেম হিসেবেও কাউকে গিফট করতে পারবেন। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে ক্যাকটাস খেলনার দাম কত সে বিষয়ে জানতে পেরেছেন।